হোম > অপরাধ > খুলনা

মাগুরায় আ. লীগের দু-গ্রুপের সংঘর্ষ, আটক ১৫

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। রোববার রাতে ও আজ সোমবার সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের অন্তত ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পৃথক সংঘর্ষে উভয় পক্ষের রোজি, লিটু, তোজাম, শফিউল্লাহ, তুহিন, তারিক, কারিমুল্লাহ, মিটুল, বাবলু, আতিয়ার, উকিল, ফজল, খবির সর্দার, হারুন, ইউনুস, সারুক মুন্সিসহ অর্ধশতাধিক লোকের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে। এদিকে রোববার রাতেই শ্রীকোল ইউনিয়নের খোদ্দরহুয়া গ্রামে দুটি বাড়ি পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় সাইফুল ইসলাম নামে একজন আহত হন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গাংনালিয়া বাজারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলামের লোকজনের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের লোকজনের বাগ্‌বিতণ্ডা হয়। পরে গ্রামে এসে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘তাঁরা দুজনই উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আছেন। মারামারির ঘটনাটি আসলে অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করব।’

জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগ্রাম গ্রুপ ও কাজী তারেক গ্রুপ কিছু বাড়িঘর ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৫ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত