হোম > অপরাধ > খুলনা

শরীরে ভ্যানের ধাক্কা লাগায় চালককে মারধরে হত্যার অভিযোগ 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় ভ্যান চালককে কিল-ঘুষিতে হত্যা করার অভিযোগ উঠেছে হেলাল ভুইয়া (২৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে মোংলা পৌরসভার মামারঘাট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত ভ্যান চালকের নাম মো. আল আমিন শেখ (৪৫)। তিনি মালগাজী এলাকার সবুর শেখের ছেলে। অভিযুক্ত হেলাল ভুইয়া এলাকার ব্যবসায়ী শহিদুল ‍ভুইয়ার ছেলে। 

মোংলা ভ্যান রিকশা ইউনিয়নের সভাপতি ইদ্রীস আলী বলেন, ‘আল আমিনের ভ্যান ঢালু থেকে ওপরে ওঠার সময় হেলালের শরীর স্পর্শ করে। এতে ক্ষিপ্ত হয়ে হেলাল আল আমিনকে বেধড়ক মারধর করে। হেলালের মারধরে আল আমিনের মৃত্যু হয়। হেলাল একাধিক মামলার আসামি। এর আগেও অনেককে মারধর করেছে। আমরা হেলালের বিচার চাই।’ 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, দুপুর দেড়টার দিকে মামারঘাট এলাকা দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিল আল আমিন শেখ। তখন অসাবধানতাবশত এক ব্যক্তির গায়ের সঙ্গে আল আমিনের ভ্যানের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সে আল আমিনকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে আল আমিন অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সহকারী এই পুলিশ সুপার আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের মাধ্যমে মারধরকারীকে শনাক্ত করেছি। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত