হোম > অপরাধ > খুলনা

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে দেবর-ভাবির আত্মহত্যার চেষ্টা, ভাবির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ভাবি ও দেবর বিষপানে আত্মহত্যার চেষ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ভাবি শাপলা খাতুন (২২)। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত শাপলা খাতুন দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের নতুনপাড়ার কাতারপ্রবাসী জাহিদ হোসেনের স্ত্রী। অন্যদিকে শাপলার প্রেমিক ও প্রতিবেশী দেবর সাকিব হোসেন (২৬) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জানা যায়, শাপলা খাতুনের স্বামী জাহিদ হোসেন কাতারপ্রবাসী। তিনি প্রতিবেশী দেবর সাকিব হোসেনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা সাকিবের পরিবারের সদস্যরা জানতে পারলে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সাকিবের বিয়ের বিষয়ে জানতে পেরে গতকাল সকাল ৮টার দিকে শাপলা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। 

এদিকে শাপলার বিষপানের ঘটনা জানতে পেরে কিছুক্ষণ পরেই সাকিব হোসেনও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে দুই পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ১২টা ১০ মিনিটে শাপলা খাতুনের মৃত্যু হয়। তবে সাকিব হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

এ বিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ বলেন, মহিলা মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ১০ মিনিটে শাপলা নামে এক নারীর মৃত্যু হয়। এ বিষয়ে সদর থানার পুলিশকে জানানো হয়েছে। 

দামুড়হুদা মডেল থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১