হোম > অপরাধ > খুলনা

চিংড়িঘের ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো সালাম সরদার (৬০) নামের এক চিংড়িঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

তবে, নিহতের পা মাটিতে লাগানো ছিল বলে স্থানীয়দের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

জানা যায়, সালাম সরদার শ্রীউলা গ্রামের মৃত ছুরমান আলী সরদারের বড় ছেলে।

নিহতের ভাই বাবু সরদার জানান, তাঁর ভাই ৩০ বছর আগে শ্রীউলা থেকে চলে গিয়ে ১ কিলোমিটার দূরে কালিগঞ্জ উপজেলার ইউছুপপুর গ্রামে বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি মুদি দোকান পরিচালনা করেন। পাশাপাশি চিংড়িঘের ব্যবসাও শুরু করেন।

আজ বৃহস্পতিবার সকালে খবর পেলাম, শ্রীউলা গ্রামের সরকার পুকুরের পাশে একটি গাছের ডালে বড় ভাই সালাম সরদার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পাওয়ার পরপরই পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে ভাইয়ের পা মাটিতে ছিল এবং গাছের কাছাকাছি তাঁর মরদেহটি ছিল। চিংড়িঘের সংক্রান্ত বিরোধে ভাইকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছি।

আমার প্রশ্ন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলে ভাইয়ের পা মাটিতে থাকার কথা না। পাশাপাশি তার জিহ্বা মুখের মধ্যে থাকার কথা না। ভাইকে শ্বাসরোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছি।

এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক