হোম > অপরাধ > খুলনা

দৌলতপুরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক পলাতক 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে এক স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। শিক্ষক পলাতক আছেন। 

অভিযোগ ওঠা শিক্ষক হলেন দৌলতপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাজ উদ্দিন। তিনি উপজেলার ভুরকাপাড়া গ্রামের বাসিন্দা। 

মামলা হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। তিনি বলেন, ‘স্কুলছাত্রের পরিবারের পক্ষ থেকে গত বুধবার দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মামলা হয়েছে। আসামিকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’ 

স্কুলছাত্র ও তার পরিবার জানায়, গত সোমবার স্কুলছাত্রের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। পরে স্কুলছাত্র পরিবারের সবাইকে এ ঘটনা জানিয়ে দেয়। এর আগেও ফসলের খেত পাহারার কথা বলে মাঠে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘গত সোমবার ধর্ষণের ঘটনা ঘটে। পরে বুধবার ভুক্তভোগী শিক্ষার্থীর মা আমাকে জানালে ওই দিন তাঁদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। অভিযুক্ত ওই শিক্ষকের নামে এর আগেও এমন অভিযোগ ছিল। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।’ 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, লোকমুখে তিনি ধর্ষণের ঘটনা শুনেছেন। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। 

অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক রিফাজ উদ্দিনের মোবাইল ফোনে কল করে সংযোগ বন্ধ পাওয়া গেছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি