হোম > অপরাধ > খুলনা

রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

পূজা দেখে বাড়িতে ফেরার পথে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেছে দুই দুই তরুণ। গত রোববার রাত ১০টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি রাধাকৃষ্ণ মন্দির এলাকায় ঘটনাটি ঘটলেও গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত রাকেশ বাইন নামের (২২) স্থানীয় এক তরুণকে গ্রামবাসী আটক করে মঙ্গলবার বিকেলে শ্যামনগর থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন। 

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ৯টার দিকে বুড়িগোয়ালীনি শিব মন্দিরে পূজা শেষে চাচাতো বোনের সঙ্গে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাড়িতে ফিরছিল। পথে নিমাই চৌকিদারের ছেলে রাহুল চৌকিদার ও স্বপন বাইনের ছেলে রাকেশ তাদের গতিরোধ করে। এ সময় তাঁদের দুই বোনকে মারধরসহ টেনে হিঁচড়ে ওই দুই তরুণ পাশ্বর্বর্তী একটি বাগানে নিয়ে যান। একপর্যায়ে রাহুলকে কামড়ে দিয়ে একজন পালিয়ে যায়। কিন্তু আরেকজন আটকে যায়। পরে রাকেশ তাকে ধর্ষণ করেন। এ সময় রাহুল ও ঘটনার ভিডিও চিত্র ধারণ করে বিষয়টি গোপন রাখার শর্ত দিয়ে ভুক্তভোগীকে ছেড়ে দেন। 

এ নিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা জানান, ঘটনার পর থেকে তাঁর মেয়ে ক্রমেই অসুস্থ হতে থাকে। একপর্যায়ে মঙ্গলবার সকালে বিষয়টি তাঁকে খুলে বলে। এরপর তিনি পরিবারের অন্য সদস্যসহ স্থানীয়দের বিষয়টি অবহিত করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাকেশ ও তাঁর বন্ধু রাহুলের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন। 

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ভুক্তভোগীর মা ধর্ষণের অভিযোগে মামলা দাযের করেছেন। মামলা দায়েরের পর প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি