হোম > অপরাধ > খুলনা

লোহাগড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেস মোল্লার ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সিরাজুলের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় নিহত সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোল্লা মোবাইল ফোনে টাকা রিচার্জের জন্য নদীর ওপারে আলীগঞ্জ বাজারে যান। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশী মৃত গফ্ফার মোল্লার ছেলে শান্ত মোল্লর সঙ্গে কথাকাটাকাটি হয় মহব্বতের। মহব্বত বাড়ি ফিরে তাঁর বাবাকে এ বিষয়ে জানালে সিরাজুল ইসলাম শান্তকে ডেকে ঘটনার বিষয় জানতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে শান্ত ক্ষিপ্ত হয়ে ৮–১০ জন লোক নিয়ে সিরাজুল ইসলামের ওপর রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। তাঁদের হাতে থাকা রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করেন সিরাজুলকে। 
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সিরাজুলকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

শান্তর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার