হোম > অপরাধ > খুলনা

কোটচাঁদপুরে শাটার ভেঙে তিন দোকানে চুরি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে তিন দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের। 

গতকাল বৃহস্পতিবার রাতে সেতু কসমেটিক, চয়েজ সু ও রত্না ক্লথ স্টোরে শাটার ভেঙে চুরি করা হয়। 

ব্যবসায়ীরা জানান, চোরেরা রত্না ক্লথ নগদ ৪০ হাজার ও সেতু কসমেটিকস থেকে ৬৫ হাজার টাকা নিয়ে যায়। তবে চয়েস সুয়ের শাটার ভাঙলে চুরি হয়নি বলে জানা গেছে। 

সেতু কসমেটিকের মালিক অসিত বারই বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে দোকানে এসে দেখি শাটার ভাঙা। ড্রয়ারও ভাঙা ছিল। ড্রয়ারে নগদ ৬৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। তবে কোনো মালামাল চুরি হয়েছে কিনা তা এখন বলা সম্ভব না।’ 

রত্না ক্লথের মালিক সুনিল ঘোষ বলেন, ‘গতকাল দোকানে হালখাতা ছিল। আমি দোকানের কাজ শেষ করে ভোর ৪টার দিকে বাড়িতে গিয়েছিলাম। এর মধ্যে চোরেরা দোকানে শাটার ভেঙে নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করর।’ 

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজিবুল হক বলেন, ‘ঘটনা শুনেছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার