খুলনার বটিয়াঘাটায় বিয়ে বাড়িতে গান-বাজনা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় মামুন হাওলাদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি বিয়ে বাড়িতে গান-বাজনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। নিহত মামুন চক্রাখালি তেঁতুলতলা এলাকার বাবুল হাওলাদারের ছেলে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে বটিয়াঘাটা জলমার রেলক্রসিং এলাকায় সালিস বৈঠক চলছিল। এ সময় প্রতিপক্ষের হামলায় মামুন হাওলাদার গুরুতর আহত হয়। পরে তাঁকে বটিয়াঘাটা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।