হোম > অপরাধ > খুলনা

বাঁধে পড়েছিল ভ্যানচালকের গলাই রশি প্যাঁচানো মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় কালীবাড়ী বাঁধ এলাকা থেকে গলাই রশি প্যাঁচানো অবস্থায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালীবাড়ি বাঁধ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে একটি ভ্যানে বোরকা পরা এক নারীকে নিয়ে এক ভ্যানচালককে কালীবাড়ি বাঁধ সংলগ্ন এলাকার দিকে যেতে দেখেন স্থানীয়রা। তার কিছু সময় পরে ওই বোরকা পরা ওই নারীকে একা ফিরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা ওই নারীকে থামতে বলেন। এ সময় ওই নারী কথা না বলে দৌড়ে পালিয়ে যান।

এদিকে স্থানীয় কয়েকজন কালীবাড়ি বাঁধের দিকে গেলে ওই ভ্যান চালকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। নিহত যুবকের গলাই রশি পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়রা।

নিহত ওই ব্যক্তির পরনে ছিল কালো চেক লুঙ্গি, ফুল হাতা টি-শার্ট তবে প্রাথমিক ভাবে অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ওই ভ্যানচালকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। মরদেহের পরিচয় এখন ও পাওয়া যায়নি। তদন্ত করে পরে জানানো হবে।

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’