হোম > অপরাধ > খুলনা

বাঁধে পড়েছিল ভ্যানচালকের গলাই রশি প্যাঁচানো মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় কালীবাড়ী বাঁধ এলাকা থেকে গলাই রশি প্যাঁচানো অবস্থায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালীবাড়ি বাঁধ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে একটি ভ্যানে বোরকা পরা এক নারীকে নিয়ে এক ভ্যানচালককে কালীবাড়ি বাঁধ সংলগ্ন এলাকার দিকে যেতে দেখেন স্থানীয়রা। তার কিছু সময় পরে ওই বোরকা পরা ওই নারীকে একা ফিরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা ওই নারীকে থামতে বলেন। এ সময় ওই নারী কথা না বলে দৌড়ে পালিয়ে যান।

এদিকে স্থানীয় কয়েকজন কালীবাড়ি বাঁধের দিকে গেলে ওই ভ্যান চালকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। নিহত যুবকের গলাই রশি পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়রা।

নিহত ওই ব্যক্তির পরনে ছিল কালো চেক লুঙ্গি, ফুল হাতা টি-শার্ট তবে প্রাথমিক ভাবে অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ওই ভ্যানচালকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। মরদেহের পরিচয় এখন ও পাওয়া যায়নি। তদন্ত করে পরে জানানো হবে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি