হোম > অপরাধ > খুলনা

সাতক্ষীরায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সদর উপজেলার রেউই গ্রামে বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, আবু হানিফের বাবা মুনসুর সরদার শারীরিক অসুস্থতার জন্য কোনো কাজ করতে পারতেন না। এ নিয়ে ছেলে বাবাকে প্রায়ই বকা দিতেন। একপর্যায়ে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে আবু হানিফ মাঠের কাজ থেকে বাড়িতে ফিরে এসে বাবাকে ঘরের বারান্দায় বসে থাকতে দেখেন। এতে ছেলে আবু হানিফ ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে বঁটি এনে বাবাকে এলোপাতাড়ি কোপান। ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

এ ঘটনায় আবু হানিফের চাচাতো ভাই রফিকুল ইসলাম সেদিনই সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই আটক হন আবু হানিফ। ঘটনার ৪ বছর পরে ২০০৯ সালের অক্টোবর মাসে সদর থানার এসআই মিনহাজুল ইসলাম আবু হানিফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি বিচারের জন্য আদালতে পাঠানো হলে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নথি পর্যালোচনা করে বিচারক রাখিবুল ইসলাম আসামি আবু হানিফকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আবু হানিফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু বলেন, আদালতের আদেশে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ