হোম > অপরাধ > খুলনা

সাতক্ষীরায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সদর উপজেলার রেউই গ্রামে বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, আবু হানিফের বাবা মুনসুর সরদার শারীরিক অসুস্থতার জন্য কোনো কাজ করতে পারতেন না। এ নিয়ে ছেলে বাবাকে প্রায়ই বকা দিতেন। একপর্যায়ে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে আবু হানিফ মাঠের কাজ থেকে বাড়িতে ফিরে এসে বাবাকে ঘরের বারান্দায় বসে থাকতে দেখেন। এতে ছেলে আবু হানিফ ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে বঁটি এনে বাবাকে এলোপাতাড়ি কোপান। ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

এ ঘটনায় আবু হানিফের চাচাতো ভাই রফিকুল ইসলাম সেদিনই সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই আটক হন আবু হানিফ। ঘটনার ৪ বছর পরে ২০০৯ সালের অক্টোবর মাসে সদর থানার এসআই মিনহাজুল ইসলাম আবু হানিফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি বিচারের জন্য আদালতে পাঠানো হলে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নথি পর্যালোচনা করে বিচারক রাখিবুল ইসলাম আসামি আবু হানিফকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আবু হানিফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু বলেন, আদালতের আদেশে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫