হোম > অপরাধ > খুলনা

ভুট্টা খেত থেকে স্কুলছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় উম্মে ফাতেমা (১৪) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল ৪টায় ওই স্কুলছাত্রীর বাড়ির কাছের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা-পুলিশ।
 
ফাতেমার বাবা খন্দকার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে ফাতেমা নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে ঘুম ভেঙে গেলে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। তাৎক্ষণিক মেয়ের কক্ষে গিয়ে মেয়েকে না পেয়ে আশপাশের স্থানসহ বহু জায়গায় খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। আজ বিকেলে ভুট্টা ক্ষেতে তার লাশ পাওয়া গেল। কারও সঙ্গে শত্রুতা না থাকলেও টাকা লেনদেন নিয়ে একজনের সঙ্গে সমস্যা রয়েছে বলেও উল্লেখ করেন সাইফুল ইসলাম।
 
খবর পেয়ে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বিকেল পৌনে ৬টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া তিনি নিহতের বাবা মায়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ হত্যাকাণ্ড প্রসঙ্গে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, কে বা কারা ফাতেমাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
উম্মে ফাতেমা মিরপুর পৌরসভার তালতলা মহল্লার খন্দকার সাইফুল ইসলামের মেয়ে। সে বর্ডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা এক ভাই ও এক বোন। এর মধ্যে ফাতেমা ছোট।

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু