হোম > অপরাধ > খুলনা

সরকারিভাবে হজ করানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মুসল্লিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. নজরুল ইসলাম (৫৮)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ মঙ্গলবার দিবাগত রাতে খুলনায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

আজ বুধবার ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধনের নামে প্রতারণার অপরাধে গত ৪মে (মঙ্গলবার) শাহবাগ থানায় ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা মুহা. ইয়াকুব আলী জুলমাতির অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা একটি আইনে মামলা করা হয়। এরপর মামলাটির ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা অর্গানাইজ ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, হজ মৌসুমকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র বিভিন্ন মাওলানা বিশেষ করে মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমানদের সরকারিভাবে হজের জন্য নিবন্ধিত হয়েছেন জানিয়ে ফোন করেন। গ্রেপ্তার হওয়া নজরুল ভুক্তভোগীদের কাছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। হজ পালনে নিবন্ধনের কাজ দ্রুত করতে ৭ হাজার ৫০০ টাকা পাঠানোর জন্য একটি বিকাশ বা নগদ নাম্বার দেন। টাকা পেতে দেরি হলে নিবন্ধন বাতিল হবে বলে জানায় অপরাধীরা।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এ বছর যারা হজে যাবেন সরকারিভাবে নিবন্ধিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত 'হজ কল সেন্টারে- ০৯৬০২৬৬৬৭০৭)' ফোন করে তথ্য জেনে নেওয়ার অনুরোধ করেন।

গ্রেপ্তার নজরুলকে শাহবাগ থানার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর হয়। পরে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য