হোম > অপরাধ > খুলনা

দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী, থানায় ব্যর্থ হয়ে আদালতে মামলা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় গিয়ে ব্যর্থ হয়ে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজনের নামে মামলা করেছেন ওই স্কুলছাত্রীর বাবা। 

এ মামলার আসামিরা হলেন কালুখান্দী গ্রামের ইমারত মোল্লার ছেলে ও স্থানীয় একটি ইটভাটার মালিক গোলাম রব্বানী (৪২), তাঁর সহযোগী কালুকান্দি গ্রামের আমজাদ মোল্লার ছেলে আছাদ (৩৫) এবং বাকি মোল্লার ছেলে আলমগীর (২৭)।

মামলা সূত্রে জানা যায়, গোলাম রব্বানী দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এমনকি বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু স্কুলছাত্রীর পরিবার এটি প্রত্যাখ্যান করায় রব্বানী তাঁকে জোর করে তুলে নেওয়ার হুমকি দেন। গত রোববার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসে ওই ছাত্রী। এ সময় গোলাম রব্বানী, তাঁর সহযোগী আছাদ (৩৫) ও আলমগীরের (২৭) সহযোগিতায় অস্ত্রের মুখে জিম্মি করে ওই ছাত্রীকে স্থানীয় একটি ইটভাটায় নিয়ে যান। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করেন তাঁরা। এদিকে মেয়েকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির নিকটবর্তী ওই ইটভাটা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, গতকাল সোমবার মহম্মদপুর থানায় মামলা করতে যান তিনি। কিন্তু থানায় মামলা রুজু করতে টালবাহানা করায় ওই দিন দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। পরে আদালত সেটি এজাহার লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ জানান, মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাশ অভিযোগ আমলে নিয়ে এটিকে এজাহার হিসেবে দলবদ্ধ করার জন্য মহম্মদপুর থানাকে আদেশ দেন।

থানায় মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ থানায় দিতে এসে কারও ফিরে যাওয়ার কথা আমার জানা নেই। রাতের আঁধারে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা হাসপাতাল থেকে আদালতে গিয়ে মামলা করেছেন।’

আদালতের আদেশের বিষয়ে ওসি বলেন, আদালতের আদেশের কপি হাতে পেয়েছি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার