হোম > অপরাধ > খুলনা

জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৪ 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটার খলিশখালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে চার জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার খলিশখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাটি বিল এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, খলিশখালী মৌজার মঙ্গলানন্দকাটি বিলে তিন একর জমি নিয়ে গোবিন্দ লাল ঘোষ এবং মঙ্গলানন্দকাটি গ্রামের কালাম দফাদার, বারিক দফাদার, কাদের দফাদার গংয়ের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বহুবার সংঘর্ষের ঘটনাসহ হামলা-মামলার ঘটনাও ঘটেছে। আজ সকালে গোবিন্দ ঘোষের বর্গাচাষি আক্তার শেখ, মিজানুর সরদার, সিরাজুল দফাদার, আবু সাইদ ও হাসানুর দফাদার জমিতে চাষের ধান কাটতে গেলে একই এলাকার কালাম দফাদার, বারিক দফাদার ও কাদের দফাদার গংয়ের সঙ্গে হামলার ঘটনা ঘটে। এই হামলায় সিরাজুল দফাদার (৫৪), স্ত্রী রেহেনা বেগম (৪৫), ছেলে হাসানুর দফাদার (২৪) এবং কালাম দফাদার (৪২) আহত হন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, ঘটনাটি শোনামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মিজানুর সরদার (৫০), সাজ্জাত দফাদার (৫৫) ও বারিক দফাদারকে (৪২) আটক করা হয়েছে।

তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। 

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার