হোম > অপরাধ > খুলনা

খুলনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীরতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপ্রাপ্ত বয়স (১৮ বছরের কম) হওয়ায় চারজনকে ৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনের মধ্যে তিনজন পলাতক রয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে (৮ নভেম্বর) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আ. ছালাম খান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, মোরশেদুল ইসলাম শান্ত ওরফে শান্ত বিশ্বাস (পলাতক), শেখ শাহাদাত হোসেন (পলাতক), মো. রাব্বি হাসান পরশ, মো. মাহামুদ হাসান আকাশ, কাজী আরিফুল ইসলাম প্রীতম, (পলাতক) ও মো. মিম হোসেন। 

এ ছাড়া এ মামলার ৮ বছরের কারাদণ্ড পাওয়া চারজন আসামি হলেন, নুরুন্নবী আহমেদ, মঈন হোসেন হৃদয়, মো. সৌরব শেখ ও মো. জিহাদুল কবির দিহান। এ ছাড়া পর্নোগ্রাফি আইনে আসামি নুরুন্নবী আহমেদকে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল (পিপি) ফরিদ আহমেদ। তিনি জানান, ঘটনার দুই দিন আগে আসামি মোরশেদুল ইসলাম শান্তর সঙ্গে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে শান্ত ২০১৯ সালের ২৯ জুন বিকেল সাড়ে ৪টার দিকে মোবাইলের মধ্যমে ভুক্তভোগীকে নগরীর একটি এলাকায় ডেকে নেয়। সেখান থেকে স্কুলছাত্রীকে নিয়ে শান্ত সোনাডাঙ্গা এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে অন্যান্য আসামিরা পূর্ব থেকেই অবস্থান করছিল। ওই বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ করে শান্ত। এই ভিডিও ধারণ করে অন্যান্যরা। ধারণকৃত ওই ভিডিওটি দেখিয়ে স্কুলছাত্রীকে ভয়ভীতি দিয়ে অন্যান্যরা পালাক্রমে ধর্ষণ করে। 

ধর্ষণ শেষে আসামিরা ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ধ্যার দিকে ছেড়ে দেয়। পরে ঘটনাটি সে বড়বোনকে বলে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন বড় বোন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ৯ জন আসামির নাম উল্লেখ মামলা দায়ের করেন। একই বছরের ১৩ নভেম্বর ১০ জন আসামির নাম উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন ৩০ জনের মধ্যে ১৩ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। 

রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড ফরিদ আহমেদ বলেন, ‘এই রায়ের মধ্যে দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। অপরাধপ্রবণ মানুষ সতর্ক হবে।’ 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার