হোম > অপরাধ > খুলনা

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত 

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ধুলিয়ানী বাজারে ইউনিয়ন পরিষদের পাশে ওই গ্রামের দুই ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাত আটটার দিকে তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আহত যুবক উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ধুলিয়ানী গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন সাগর হোসেন বলেন, ‘আমি বিকেল সাড়ে পাঁচটার দিকে ধুলিয়ানী বাজারে একটি বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় একটি পালসার মোটরসাইকেলে করে অজ্ঞাত দুই ব্যক্তি আমার পশ্চাতদেশে চাকু দিয়ে দুটি আঘাত করে পালিয়ে যায়। তাঁদের কথা বলার শব্দে আমি একজনকে ধুলিয়ানী গ্রামের রিয়াজউদ্দিন পলাশ বলে ধারণা করছি।’ 

তিনি আরও বলেন, এরপরে আমি ধুলিয়ানী বাজারে স্থানীয়ভাবে চিকিৎসা নিলে চিকিৎসক কয়েকটি সেলাই দেন। তবুও যন্ত্রণা করতে থাকলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার স্বজনেরা আমাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এখানে চিকিৎসক আমার ক্ষতস্থানের অবস্থা দেখে যশোর ২৫০ শয্যা হাসপাতালে অপারেশন করার জন্য স্থানান্তর করেছেন।’

আহত সাগর হোসেন বলেন, ‘তিন-চার মাস আগে আমি যশোর সদর উপজেলার এক প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করেছি। এ নিয়ে স্ত্রীর আগের স্বামীর আত্মীয় ধুলিয়ানী গ্রামের রিয়াজ উদ্দিন পলাশরা আমার ওপর ক্ষিপ্ত ছিল।’ 

ধুলিয়ানী গ্রামের ইউপি সদস্য রাকিব উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে আগামী ৬ এপ্রিল আপস মীমাংসা বসার দিন ছিল। এর আগেই আজ বিকেলে এ ঘটনা ঘটে গেল।’ 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকিব হোসেন বলেন, ‘ছুরিকাঘাতে আহত ওই যুবককে ভর্তি করা হয়েছিল। আঘাতপ্রাপ্ত জায়গার ক্ষত গভীর হওয়ায় সেখানে অপারেশন করতে হবে। এ জন্য তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’ 

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক