হোম > অপরাধ > খুলনা

স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ, বাড়ি লুটপাট

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গভীর রাতে সিদ কেটে ঘরে ঢুকে স্বামী-সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে (৩৮) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় তাঁদের বাড়ির মালামাল লুট করে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

আজ বুধবার বিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী গৃহবধূকে হাসপাতালে পাঠিয়েছে মোরেলগঞ্জ থানা-পুলিশ।

ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বলেন, ‘ডিপ্লোমা পড়ুয়া ছেলে ও আমরা স্বামী-স্ত্রী রাতে খেয়ে যে যার রুমে ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাতে সিদ কেটে একটি দস্যুদল আমাদের ঘরে প্রবেশ করে। প্রথমেই আমাদের সবার হাত-পা ও চোখ বেঁধে ফেলে তারা। পরে তারা আমার স্ত্রীকে ধর্ষণ করে। পরে তারা দুই ভরি স্বর্ণালংকার, নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল নিয়ে যায়। তারা চারজন ছিল, তাদের হাতে বড় বড় ধারালো দা ছিল। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ভুক্তভোগী ওই গৃহবধূর ছেলে বলেন, ‘আমরা আলাদা কক্ষে ঘুমিয়েছিলাম। রাতে ঘরে আমাকে এবং বাবা-মাকে আলাদা করে বেঁধে ফেলে দস্যুরা। মা চিৎকার দিলে, তারা মাকে চর মারে। আমরা এই ঘটনার বিচার চাই।’ 

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল রানা কামাল বলেন, ‘পরিবারটি খুবই নিরীহ। এদের ওপর এমন অত্যাচার আসলেই খুবই ন্যক্কারজনক। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘সিদ কেটে ঘরে প্রবেশ করে মালামাল লুটের বিষয়টি শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই নারীর অভিযোগ দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণ করেছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করছে।’ 

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক