হোম > অপরাধ > খুলনা

লোহাগড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. পারভেজ কাজীকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

আজ সোমবার সকালে উপজেলার বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পারভেজ কাজী বয়রা গ্রামের মৃত খোরশেদ কাজীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে পারভেজ কাজী উপজেলার সারোল বৌবাজার থেকে ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন। পথে বয়রা গ্রামের নুর মিয়া কাজীর বাড়ির সামনে পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত ভ্যান থামিয়ে তাক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। 

স্থানীয়রা পারভেজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ওসি মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক