হোম > অপরাধ > খুলনা

কুষ্টিয়া পৌর মেয়রের অফিস কক্ষের তালা ভেঙে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভা কার্যালয়ে মেয়রের অফিস কক্ষের তালা ভেঙে ক্যামেরা, নগদ টাকা, ইলেকট্রনিক ডিভাইসসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার পৌরসভা কার্যালয়ে মেয়রের অফিস কক্ষে এ চুরির ঘটনা ঘটে। 

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করেছেন। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ধরতে এবং শনাক্তের জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।’ 

জানা যায়, আজ সকালে পৌরসভা কার্যালয়ের কয়েকজন কর্মচারী মেয়রের অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পেয়ে কর্মকর্তাদের খবর দেন। কর্মকর্তারা এসে অফিসের ভেতরে ঢুকে সবকিছু এলোমেলো দেখতে পান। পরে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি জানতে পারেন। 

এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে পৌরসভার ১০টি হাট-বাজার ইজারার দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই সময়ে এক দরদাতা দরপত্র টেন্ডার বাক্সে ফেলতে গেলে পুলিশের সামনেই সাবেক এক ছাত্রলীগ নেতার হাতে হামলার শিকার হন। এই নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মেয়রের অফিস কক্ষে চুরির ঘটনা ওই ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত