হোম > অপরাধ > খুলনা

২২ বছর জেল খেটে মুক্তি পেয়েই মাদক ব্যবসায়

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

একটি হত্যা মামলায় ২২ বছর জেল খেটে সম্প্রতি মুক্তি পান বাবলু শেখ (৫১)। প্রায় তিন মাস আগে ছাড়া পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন তিনি। শুরু করেন মাদক ব্যবসা। সাত কেজি গাঁজাসহ আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন বাবলু। 

গত বুধবার (৮ জুন) রাত ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে বাবলু শেখকে সাত কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। 

অতীতে বাবলু শেখ কুষ্টিয়া সদর উপজেলার জগতী এলাকার বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি নন্দনালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের ফুলতলার বাসিন্দা। তাঁর বাবার নাম খজের আলী শেখ।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আকিবুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে সাত কেজি গাঁজাসহ বাবলু শেখকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, একটি হত্যা মামলায় ২২ বছর ৩ মাস ৩ দিন হাজত খেটেছেন। তিন মাস আগে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন।’ 

আকিবুল আরও বলেন, ‘বাবলু শেখ ছোট থেকেই চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মামলা আছে বলে স্বীকারোক্তি দিয়েছেন বাবলু।’

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘সাত কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলা নম্বর ১৭।’

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার