হোম > অপরাধ > খুলনা

জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি

খুলনায় জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আবদুর রহমানের ছেলে নুর মোহাম্মদ অনিক ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার মো. রেজাউল করিমের ছেলে মোজাহিদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বলেন, ২০২০ সালের ২৫ জানুয়ারি গোপন সংবাদে পুলিশ জানতে পারে নগরীর সোনাডাঙ্গা থানার পুরোনো গল্লামারী রোডের হাসনাহেনা নামে একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির কয়েকজন অবস্থান করছেন। সেখানে তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন। ওই দিন দিবাগত রাত সোয়া ৩টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও কয়েকটি রিমোট কন্ট্রোল উদ্ধার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জেএমবির সদস্য বলে পরিচয় দেন। এ বিষয়ে ওই দিন রাতে সোনাডাঙ্গা থানার এসআই রোহিত কুমার বিশ্বাস বাদী হয়ে তাঁদের দুজনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন। একই বছরের ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. এনামুল হক তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আইনজীবী আরও বলেন, মামলা চলাকালীন মোট ১২ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার