হোম > অপরাধ > খুলনা

জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি

খুলনায় জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আবদুর রহমানের ছেলে নুর মোহাম্মদ অনিক ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার মো. রেজাউল করিমের ছেলে মোজাহিদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বলেন, ২০২০ সালের ২৫ জানুয়ারি গোপন সংবাদে পুলিশ জানতে পারে নগরীর সোনাডাঙ্গা থানার পুরোনো গল্লামারী রোডের হাসনাহেনা নামে একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির কয়েকজন অবস্থান করছেন। সেখানে তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন। ওই দিন দিবাগত রাত সোয়া ৩টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও কয়েকটি রিমোট কন্ট্রোল উদ্ধার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জেএমবির সদস্য বলে পরিচয় দেন। এ বিষয়ে ওই দিন রাতে সোনাডাঙ্গা থানার এসআই রোহিত কুমার বিশ্বাস বাদী হয়ে তাঁদের দুজনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন। একই বছরের ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. এনামুল হক তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আইনজীবী আরও বলেন, মামলা চলাকালীন মোট ১২ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক