হোম > অপরাধ > খুলনা

অস্ত্র ঠেকিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর (১১) মাথায় অস্ত্র ঠেকিয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা গতকাল রোববার রাতে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেন। 

এ ঘটনায় অভিযুক্তরা হলেন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে আজমির হোসেন (২০), নজরুল ইসলামের ছেলে খলিলুর রহমান (৪০), আব্দুল জব্বারের ছেলে আনারুল ইসলাম (৩৬), মৃত ছাদেক সরদারের ছেলে মফিজুল ইসলাম (৩৪) ও কবির হোসেন (৩৬)। 

এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার চলতি ২০২২ শিক্ষাবর্ষে একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় ওই শিক্ষার্থী। মাদ্রাসায় যাতায়াতের সময় আজমির হোসেন ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিলেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আজমির হোসেনসহ অভিযুক্তরা দুটি নম্বরবিহীন মোটরসাইকেলে ভুক্তভোগীর বাড়ির সামনে আসেন। এরপর ওই শিক্ষার্থীর মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করেন। সময় শিক্ষার্থীর চিৎকারে তার মা, চাচিসহ অন্যরা এগিয়ে গেলে তাঁদের মারধর করেন তাঁরা। এরপর শিক্ষার্থীকে গলায় ছুরি ও পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এ ঘটনার পর এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা। 

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির বলেন, এ ঘটনায় শিক্ষার্থীর বাবা একটি এজাহার জমা দিলে সঙ্গে সঙ্গে একজন এসআইকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। মেয়েটিকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে বলে জানান ওসি। 

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক