হোম > অপরাধ > খুলনা

কয়রায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের হাত বিছিন্ন

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় আপন দুই ভাইয়ের কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই শাকিলের দায়ের কোপে বড় ভাই সাহাদাৎ হোসেনের বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেঘারাইট গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শাকিল ও তাঁর বড় ভাই সাহাদাৎ ওই গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে। হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে কয়রা থানার পুলিশ শাকিলকে আটক করেছে।

স্থানীয় ও কয়রা থানা সূত্রে জানা যায়, শাকিলকে কেন বিয়ে দেওয়া হচ্ছে না, তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। শুক্রবার সকালে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে নতুন করে তর্কবিতর্ক শুরু হয়। এর একপর্যায়ে শাকিল বড় ভাই সাহাদাতের হাতে ধারালো দা দিয়ে কোপ দিলে হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম দোহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। মাছ বিক্রিকে কেন্দ্র করে শাকিল তাঁর বড় ভাই শাহাদাৎ হোসেনের সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে বাঁ হাত কেটে ফেলেন। তবে কেউ কেউ বলছেন, শাকিল বিয়ে করতে চায়—এই নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

ওসি আরও বলেন, ‘আমরা এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক শাকিলকে আটক করেছি।’

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক