হোম > অপরাধ > খুলনা

টাকার জন্য ভ্যান চালককে হত্যা করল বন্ধু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মাত্র ৩৮ হাজার টাকার জন্য ভ্যানচালক বন্ধুকে হত্যা করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু। এ ঘটনায় অভিযুক্ত নজরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র ও ৩৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়েছে। টাকা ছিনিয়ে নিতেই বন্ধুকে হত্যা করা হয় বলে বলে স্বীকার করেছেন নজরুল ইসলাম। 

আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। 

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক। এ ঘটনায় নিহত দেলোয়ার শেখ (৩২) বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামের গ্রামের মরহুম ইলাল নিকারীর ছেলে। 

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, ইকোপার্কের সামনে থেকে ভ্যানচালক দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধারের পর থেকে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর ছিল। সেই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় নিজ বসতবাড়ির সামনে থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল স্বীকার করেছেন দেলোয়ারের কাছে থাকা ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। নজরুলের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা (লোহার তৈরি) ও ৩৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর এলাকায় চন্দ্রমহল ইকোপার্কের পাশ থেকে দেলোয়ার হোসেন নামের ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। 

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ