হোম > অপরাধ > খুলনা

টাকার জন্য ভ্যান চালককে হত্যা করল বন্ধু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মাত্র ৩৮ হাজার টাকার জন্য ভ্যানচালক বন্ধুকে হত্যা করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু। এ ঘটনায় অভিযুক্ত নজরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র ও ৩৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়েছে। টাকা ছিনিয়ে নিতেই বন্ধুকে হত্যা করা হয় বলে বলে স্বীকার করেছেন নজরুল ইসলাম। 

আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। 

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক। এ ঘটনায় নিহত দেলোয়ার শেখ (৩২) বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামের গ্রামের মরহুম ইলাল নিকারীর ছেলে। 

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, ইকোপার্কের সামনে থেকে ভ্যানচালক দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধারের পর থেকে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর ছিল। সেই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় নিজ বসতবাড়ির সামনে থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল স্বীকার করেছেন দেলোয়ারের কাছে থাকা ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। নজরুলের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা (লোহার তৈরি) ও ৩৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর এলাকায় চন্দ্রমহল ইকোপার্কের পাশ থেকে দেলোয়ার হোসেন নামের ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার