হোম > অপরাধ > খুলনা

দেবহাটায় অপরিপক্ব রাসায়নিকমিশ্রিত আট টন আম জব্দ

দেবহাটা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ব রাসায়নিকমিশ্রিত আম জব্দ করেছে প্রশাসন। গতকাল সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে চারটি আমের ট্রাক জব্দ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান চালিয়ে এসব অপরিপক্ব আম জব্দ করেন। 

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য মতে, দেবহাটা ও আশপাশের এলাকা থেকে বেশি মুনফার আশায় অপরিপক্ব আম রাজধানীতে পাঠাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে চারটি আমের ট্রাক জব্দ করা হয়। এর মধ্যে তিনটি ট্রাকে ৩৭০টি প্লাস্টিকের ক্যারেটে আট টন রাসায়নিকমিশ্রিত অপরিপক্ব পাকা আম জব্দ করা হয়।

এ ছাড়া আরও একটি মিনি পিকআপে কাঁচা আম জব্দ করা হয়। এ আমে কোনো প্রকার রাসায়নিকের উপস্থিতি না পাওয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীরের উপস্থিতিতে স্থানীয় বাজারে আচারের জন্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। 

শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অতি মুনাফার আশায় কিছু ব্যবসায়ী রাসায়নিক দিয়ে আম পাকিয়ে ঢাকায় পাঠাচ্ছেন। সাতক্ষীরার আমের বাজার ভালো হওয়ায় অপরিপক্ব অবস্থায় আগাম আম পেড়ে তা বাজারজাত করা হচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা খামারবাড়ির নির্দেশনা অনুযায়ী আগামী ১২ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাড়া যাবে। 

ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, সাতক্ষীরার আমের বাজার নষ্ট করতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম পাকিয়ে রাজধানীতে পাঠাচ্ছেন। জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী অভিযান চালিয়ে আট টন আম জব্দ করা হয়। আমগুলো অপরিপক্ব এবং রাসায়নিক দিয়ে পাকানোর ফলে এটি খাওয়ার অনুপযোগী। তাই আমগুলো জব্দের পর দেবহাটা ফুটবল মাঠে নষ্ট করা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার