হোম > অপরাধ > খুলনা

দেবহাটায় অপরিপক্ব রাসায়নিকমিশ্রিত আট টন আম জব্দ

দেবহাটা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ব রাসায়নিকমিশ্রিত আম জব্দ করেছে প্রশাসন। গতকাল সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে চারটি আমের ট্রাক জব্দ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান চালিয়ে এসব অপরিপক্ব আম জব্দ করেন। 

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য মতে, দেবহাটা ও আশপাশের এলাকা থেকে বেশি মুনফার আশায় অপরিপক্ব আম রাজধানীতে পাঠাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে চারটি আমের ট্রাক জব্দ করা হয়। এর মধ্যে তিনটি ট্রাকে ৩৭০টি প্লাস্টিকের ক্যারেটে আট টন রাসায়নিকমিশ্রিত অপরিপক্ব পাকা আম জব্দ করা হয়।

এ ছাড়া আরও একটি মিনি পিকআপে কাঁচা আম জব্দ করা হয়। এ আমে কোনো প্রকার রাসায়নিকের উপস্থিতি না পাওয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীরের উপস্থিতিতে স্থানীয় বাজারে আচারের জন্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। 

শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অতি মুনাফার আশায় কিছু ব্যবসায়ী রাসায়নিক দিয়ে আম পাকিয়ে ঢাকায় পাঠাচ্ছেন। সাতক্ষীরার আমের বাজার ভালো হওয়ায় অপরিপক্ব অবস্থায় আগাম আম পেড়ে তা বাজারজাত করা হচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা খামারবাড়ির নির্দেশনা অনুযায়ী আগামী ১২ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাড়া যাবে। 

ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, সাতক্ষীরার আমের বাজার নষ্ট করতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম পাকিয়ে রাজধানীতে পাঠাচ্ছেন। জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী অভিযান চালিয়ে আট টন আম জব্দ করা হয়। আমগুলো অপরিপক্ব এবং রাসায়নিক দিয়ে পাকানোর ফলে এটি খাওয়ার অনুপযোগী। তাই আমগুলো জব্দের পর দেবহাটা ফুটবল মাঠে নষ্ট করা হয়েছে।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার