হোম > অপরাধ > খুলনা

খুলনায় সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও তাঁর স্ত্রী বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা প্রতিনিধি

খুলনা মেট্রোপলিটন পুলিশের সাবেক গোয়েন্দা শাখার (ডিবি) এক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিবির সাবেক এসআই মো. আলী আকবর শেখ ও তাঁর স্ত্রী নাজমা আকবরের বিরুদ্ধে এই মামলা করা হয়।

আজ বুধবার খুলনার (মহানগর) সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে দুদক কার্যালয়ে মামলাটি দায়ের করেন। বাদী বিজন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার জানা যায়, খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া মেইন রোডের আঞ্জুমান মঞ্জিলের বাসিন্দা এসআই মো. আলী আকবর শেখ (সাময়িক বরখাস্ত) ও তাঁর স্ত্রী নাজমা আকবর। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২১ লাখ ৮২ হাজার ৯৪৩ টাকার অবৈধ সম্পদ গোপন করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া মিথ্যা তথ্য প্রদানসহ ৮৮ লাখ ২২ হাজার ৯৭২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করার অপরাধ করেন তাঁরা। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) এবং ২৬ (২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হয় তাঁদের বিরুদ্ধে। মামলার এজাহারটি আদালতে পাঠানো হবে। 

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক