হোম > অপরাধ > খুলনা

গোয়ালঘর থেকে ৭ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি গোয়ালঘর থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র) জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার পরে উপজেলার পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে অস্ত্র-গুলি জব্দ করা হয়। 

শরিফুল ইসলাম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তাঁর বিরুদ্ধে কুমারখালীসহ বিভিন্ন থানায়, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। বর্তমানে পলাতক রয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আকিবুল ইসলাম। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার পরে শরিফুল ইসলামের গোয়ালঘরে অভিযান চালানো হয়। অভিযানে গোয়ালঘর থেকে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে একটি শুটারগান ও ৭ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে সেগুলোর জব্দ তালিকা প্রস্তুত করা হয়। 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, শরিফুলের বিরুদ্ধে কুমারখালীর বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও