হোম > অপরাধ > খুলনা

চৌগাছায় মরদেহ উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় কাইয়ুম আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর-সাতমাইলগামী পাকা রাস্তার পাশে জনৈক আরিফুল ইসলামের জমির পাশ থেকে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে চৌগাছা থানা-পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কাইয়ুম যশোর সদর উপজেলার কাদিরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদারের ছেলে। নিহতের এক ছেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য হিসেবে কর্মরত।

পারিবারিক সূত্রে জানা যায়, কাইয়ুম আলী ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী বহন করতেন। গতকাল রোববার রাত ১০টার দিকে সর্বশেষ পরিবারের সদস্য মো. মুন্নার সঙ্গে তাঁর কথা হয়। এরপর পরিবারের আর কারও সঙ্গে কোনো কথা হয়নি। আজ সকালে তাঁর মরদেহ মাঠের মধ্যে পাওয়া যায়। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৮টার দিকে মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা-পুলিশকে খবর দেন। চৌগাছা থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। এ ছাড়া নিহতের ভাড়ায় চালানো সিটি-১০০ ইন্ডিয়ান পুরোনো মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করে তাঁকে গলা কেটে হত্যা করেছে। 

বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে যশোর জেলা পুলিশের মুখপাত্র ও যশোর ডিবির ওসি রূপণ কুমার সরকার জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ