হোম > অপরাধ > খুলনা

শার্শায় ৬০ বোতল ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক

প্রতিনিধি

শার্শা (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ আব্দুর রউফ মোড়ল (৪২) নামে এক ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ। সে দীর্ঘদিন ধরে ইজিবাইক চালানোর ছলে মাদক পাচার করে আসছিল।

আজ বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১টায় উপজেলার সীমান্তবর্তী এলাকা রসুলপুর থেকে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা তাঁকে আটক করে।

আটক রউফ বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালায়। এ সময় রসুলপুর এলাকা থেকে যশোর অভিমুখে যাওয়ার পথে সন্দেহ ভাজন ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইকে সিটের তলে লুকানো অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে মাদক পাচারের অভিযোগে ইজিবাইক চালককে আটক করা হয়।

শার্শার বাঁগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ইজিবাইক চালক দীর্ঘ দিন ধরে ইজিবাইক চালানোর ছলে ফেনসিডিল পাচার করে আসছিল। তাঁকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক