হোম > অপরাধ > খুলনা

পড়ে যাওয়া ফেনসিডিলের থলে খুঁজতে এসে ধরা পড়ল মাদক কারবারি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শ্যালো ইঞ্জিন চালিত করিমন গাড়িতে বিশেষ কায়দায় নিয়ে যাওয়ার সময় ফেলে যান ফেনসিডিলের থলে। পড়ে যাওয়া থলে খুঁজতে এসে জনতার হাতে ধরা পড়েন এক মাদক কারবারি। পরে ফেনসিডিলসহ তাঁকে পুলিশে সোপর্দ করেন তারা। এ সময় জব্দ করা হয় মাদক বহন করা ওই গাড়িটি। 

আজ রোববার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মোহাম্মদ আলী (২৩)। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার শাখারিয়া পিচ মোড় এলাকা আনিচুর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে একটি শ্যালো ইঞ্জিন চালিত করিমন গাড়ি চুয়াডাঙ্গার দিক থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে সুতা দিয়ে বিশেষ কায়দায় করিমনের নিচে বেঁধে রাখা একটি থলে কবুরহাট উত্তরপাড়া কলমের দোকানের সামনে পড়ে যায়। সড়কে পড়ার পর থলের মুখ খুলে সড়কের ওপর ফেনসিডিল ছড়িয়ে পড়ে। 

এদিকে কিছুক্ষণ পরেই ফেলে যাওয়া ফেনসিডিলের থলে খুঁজতে আসেন ওই মাদক কারবারি করিমন চালক মোহাম্মদ আলী। কিন্তু মানুষের জটলা দেখে করিমন ঘুরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় সেখানে থাকা স্থানীয়রা ওই করিমন চালককে ধাওয়া করেন। প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে কবুরহাট পারিবারিক স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের কাছে তাঁকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে স্থানীয় জগতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ও এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ আলীকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যান। 

জানতে চাইলে জগতি পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ৩৯ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ আলী (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে ফেনসিডিল বহনকারী করিমন জব্দ করা হয়েছে। মাদক আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’ 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক