হোম > অপরাধ > খুলনা

চিকিৎসার নামে অচেতন করে স্কুলছাত্রীকে ধর্ষণ, কবিরাজের বিরুদ্ধে মামলা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে চিকিৎসা দেওয়ার নামে অচেতন করে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে কথিত এক কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে অভিযুক্ত কায়েম আলী ওরফে কাইয়ুম নামের ওই কবিরাজের বিরুদ্ধে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার উপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল জানান, গত সোমবার ভুক্তভোগী শিক্ষার্থী হাতের আঁচিল তুলতে তার এক বান্ধবীকে সঙ্গে নিয়ে কথিত কবিরাজ কায়েম আলীর বাড়িতে যায়। সেখানে ওই কবিরাজ আঁচিল ওঠানোর চিকিৎসার সময় রোগীর সঙ্গে অন্য কেউ থাকা যাবে না বলে তার বান্ধবীকে বাইরে অপেক্ষা করতে বলেন। পরে ঘরের দরজা লাগিয়ে মেয়েটিকে একটা বাতাসা (মিষ্টান্ন) খেতে দেন। ওই শিক্ষার্থী অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন। 

ভুক্তভোগীর জ্ঞান ফিরলে বিষয়টি কাউকে না বলতে হুমকি দেন ওই কবিরাজ। ঘটনাটি জানাজানির পরে গা ঢাকা দেন ওই কবিরাজ। 

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার জানায়, তারা এই এলাকার স্থানীয় নয়। এর মধ্যে আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় প্রথমে ঘটনাটি কাউকে জানায়নি। ওই শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আজ শুক্রবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত কথিত কবিরাজ পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার