হোম > অপরাধ > ভারত

ভারতে আদালত চত্বরে ফের গুলি, আইনজীবী নিহত

কলকাতা প্রতিনিধি

ভারতে এবার আদালত চত্বরে খুন হলেন আইনজীবী। আজ সোমবার দেশটির উত্তর প্রদেশের শাহজাহানপুর আদালতের চার তলায় আইনজীবী ভূপেন্দ্র সিং নামের এক আইনজীবী খুন হন। দিল্লি কোর্টের ভেতর মাফিয়া নেতা খুনের এক মাসের মধ্যেই ভারতের আদালত চত্বরে এমন ঘটনা ঘটল।

বিজেপি শাসিত উত্তর প্রদেশের শাহজাহানপুরের এই ঘটনাকে ঘিরে দেশটিতে উত্তেজনা বাড়ছে। বিরোধীদের অভিযোগ, আদালতে উকিলরাও আর বিজেপির শাসনে নিরাপদ নন।

শাহজাহানপুর জেলার পুলিশ সুপার এস আনন্দ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই। কী কারণে খুন হয়েছে তাও জানা যায়নি।

সামনের বছর উত্তর প্রদেশে বিধানসভা ভোট। তার আগে যোগী আদিত্যনাথের সরকারকে ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিরোধী দলনেতা, সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, মানুষ যোগীর নেতৃত্ব নয়, যোগ্য নেতৃত্ব চাইছেন। কিন্তু বিজেপির শাসনে মানুষের নিরাপত্তাটুকুও নেই। মাফিয়াদের সরকার চলছে বলেও কটাক্ষ করেন তিনি।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা ভদরার মতে, গণতন্ত্রের অঙ্গ হচ্ছে আইন ও বিচারব্যবস্থা। প্রকাশ্য দিবালোকে আইনজীবী খুন প্রমাণ করছে রাজ্যে কারও নিরাপত্তা নেই। কৃষকদের মতোই আইনজীবীদের প্রাণ যাচ্ছে বেঘোরে।

বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও এই ঘটনার নিন্দা করেছেন। তাঁর মতে, পুলিশ ও প্রশাসনকে অকেজো করে রেখেছে যোগী সরকার। অপরাধীদের দৌরাত্ম্য বেড়েছে সরকারের ব্যর্থতার কারণেই। 

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু