হোম > অপরাধ > ভারত

নির্বাচনের তিন দিন আগে বিজেপি নেতা খুন

ভারতের ছত্তিশগড় রাজ্যে প্রথম ধাপের নির্বাচনের মাত্র তিন দিন আগে ক্ষমতাসীন বিজেপির এক নেতা খুন হয়েছেন। পুলিশ বলছে, নির্বাচনী প্রচারণার সময় তিনি খুন হন। রতন দুবে নামে ওই নেতা বিজেপির নারায়ণপুর জেলা ইউনিটের সহ–সভাপতি ছিলেন। 

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মাওবাদী অস্ত্রধারীরা ওই বিজেপি নেতাকে হত্যা করেছে। আজ শনিবার কুয়াশালনার এলাকায় এ ঘটনা ঘটে। বিজেপি নেতা দুবে ওই এলাকার জেলা পঞ্চায়েতের প্রতিনিধি ছিলেন। 

পুলিশের বর্ণনা অনুযায়ী, বিজেপির হয়ে কুয়াশালনার বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন দুবে। সেখানে কুড়ালের আঘাতে তাঁকে হত্যা করা হয়। মাওবাদীরা সম্প্রতি প্রেসনোট প্রচার করে জনগণকে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য হুমকি দিয়েছে। 

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। 

ছত্তিশগড় রাজ্যে দুই ধাপে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ১৭ নভেম্বর। রাজ্যে ২০টি নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে নারায়ণপুর একটি।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার