হোম > অপরাধ > ভারত

বিখ্যাত হতে চাওয়া কেজিএফ ভক্ত যখন সিরিয়াল কিলার

একে একে চারজন নিরাপত্তারক্ষীকে ঘুমের মধ্যে খুন করেছেন তিনি। সম্প্রতি সিসিটিভি ফুটেজে একজনকে হত্যার দৃশ্য ধরা পড়েছে। পুলিশের সূত্র দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, শিব প্রসাদ (১৯) নামে ওই তরুণ মধ্যপ্রদেশ রাজ্যের বাসিন্দা। তিনি ব্লকবাস্টার দক্ষিণী সিনেমা কেজিএফ দেখে অনুপ্রাণিত হয়ে বিখ্যাত হতে চেয়েছিলেন।

আজ শুক্রবার সকালে ভোপাল থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর খুনের শিকার একজনের কাছ থেকে চুরি করা মোবাইল ফোন ট্র্যাক করে তাঁকে ধরা হয়েছে।

সিসিটিভি ফুটেজে খুনিকে শর্টস ও শার্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি এক ব্যক্তিকে উপর্যুপরি আঘাত করছেন। এরপর পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করেন। এই দৃশ্য কেউ দেখেনি সেটি নিশ্চিত হওয়ার পর তিনি ঘটনাস্থল থেকে সরে যান।

পুলিশ কর্মকর্তা তরুণ নায়েক সংবাদমাধ্যমকে বলেন, ওই তরুণ সব সময় শেষ রাতের দিকে খুন করতেন। কেজিএফ সিনেমা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। তুমুল জনপ্রিয় এই কন্নড় চলচ্চিত্রের মূল গল্পই একজন আততায়ীকে কেন্দ্র করে। পুলিশ কর্মকর্তা নায়েক বলেন, এরপর পুলিশকে টার্গেট করার পরিকল্পনা করেছিলেন ওই তরুণ।

সাগর এলাকায় শিব প্রসাদ তিন রাতে তিনজন নিরাপত্তারক্ষীকে হত্যা করেন। সর্বশেষ গত রাতে ভোপালে একজনকে হত্যা করেন। তাঁর একমাত্র লক্ষ্য ছিল বিখ্যাত হওয়া, তাই শুধু ঘুমন্ত নিরাপত্তারক্ষীদের টার্গেট করতেন।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, ‘এটি একটা ক্লুলেস হত্যাকাণ্ড ছিল। সে তার দ্বিতীয় বা তৃতীয় শিকারের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাচ্ছিল। ফোনের অবস্থান শনাক্ত করে তাকে ভোপালে ধরা হয়।’

গতকাল বৃহস্পতিবার রাতে একটি মার্বেল রড দিয়ে সোনু ভার্মা (২৩) নামে এক ব্যক্তিকে হত্যা করেন শিব প্রসাদ। সোনু ভার্মা মার্বেলের দোকানের নিরাপত্তারক্ষী ছিলেন। পুলিশ জানিয়েছে, ভোপাল থেকে ১৬৯ কিলোমিটার দূরে সাগর এলাকায় শিব প্রসাদ তাঁর মিশন শুরু করেছিলেন।

এর আগে কল্যাণ লোধি নামে এক কারখানার গার্ডকে গত ২৮ আগস্ট হত্যা করা হয়। তাঁর মাথা হাতুড়ি দিয়ে থেঁতলে দেওয়া হয়। পরের দিন রাতে একটি আর্টস অ্যান্ড কমার্স কলেজের ৬০ বছর বয়সী নিরাপত্তারক্ষী শম্ভু নারায়ণ দুবেকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরদিন একটি বাড়ির প্রহরী মঙ্গল আহিরওয়ারকে হত্যা করেন শিব প্রসাদ।

পরপর এমন হত্যাকাণ্ডের ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং টহল জোরদার করা হয়। সিসিটিভি ক্যামেরায় এক ব্যক্তিকে হত্যাকারী বলে সন্দেহ করা হয়। এরপরই পুলিশ ওই সূত্র ধরে তদন্ত শুরু করে।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত