বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকাকে ১৮ বার কুপিয়ে গুরুতর জখম করেছেন এক প্রেমিক। গতকাল বুধবার ভারতের হায়দরাবাদে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
অভিযুক্ত ওই প্রেমিকের নাম বাসভরাজ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হায়দরাবাদের হস্তিনাপুরম এলাকায় নিজ বাড়িতেই ওই মেয়েকে কুপিয়ে জখম করে তাঁর প্রেমিক। কয়েক মাস আগে ওই মেয়ে আরেক ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ায় এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
ভুক্তভোগী ওই নারীর নাম শীর্ষ। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ এরই মধ্যে আটক করেছে।