হোম > অপরাধ > ভারত

কিশোরীকে ধর্ষণের অভিযোগ ছেলের বিরুদ্ধে, ফাঁসি চাইলেন বাবা

মধ্যপ্রদেশের উজ্জয়নীতে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভারত সোনি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় অটোরিকশাচালক ভারতের বাবা রাজু সোনি তাঁর ছেলের ফাঁসি দাবি করেছেন। বলেছেন, এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেকের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলতে গিয়ে রাজু সোনি বলেন, ‘ওই কিশোরী ভুক্তভোগীর জায়গায় আমার কন্যাও থাকতে পারত এবং আমি তখনো এই কথা বলতাম। যারা এ ধরনের অপরাধ করে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার সন্তান বা অন্য কারও সন্তান, যারা এমন ঘৃণ্য অপরাধ সংঘটিত করে, তাদের ফাঁসি দিয়ে বা গুলি করে হত্যা করতে হবে।’ 

রাজু জানান, ওই কিশোরীর ধর্ষণের ঘটনার পর থেকেই তিনি বিষয়টি নিয়ে সতর্ক ছিলেন। এমনকি তিনি তাঁর ছেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেছেন। রাজু দাবি করেছেন, তিনি বারবার জিজ্ঞেস করলেও তাঁর ছেলে কোনো জবাব দেয়নি এবং দৈনন্দিন কাজ চালিয়ে গেছে। 
 
ভারত সোনির বাবা বলেন, ‘সে (ভারত) গতকাল গ্রেপ্তার হয়েছে এবং এর আগে আমি সংবাদ থেকে বিষয়টি জেনেছি। তার পরপরই তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। সে অপ্রস্তুত হয়ে পড়েছে আমার প্রশ্ন শুনে এবং এমন আচরণ করছিল যেন কিছুই ঘটেনি। উল্টো সে আমাকে জিজ্ঞেস করেছে, ঘটনা কোথায় ঘটেছে? আমি উত্তর দিয়েছিলাম, উজ্জয়নীতে।’ 

রাজু সোনি আরও বলেন, ‘পুলিশ তাকে অভিযুক্ত করেছে, তবে সত্য শিগগিরই সামনে আসবে। সে আমার সন্তান হওয়ায় আইনি লড়াইয়ে আমি হয়তো তার পাশে থাকব। কিন্তু কার মনে কী চলছে, তা আমার জানা নেই।’ তিনি বলেন, ‘আমি বলতে পারছি না, সে আসলেই এ ঘটনা ঘটিয়েছে কি না। তবে সে এটি করে থাকলে তার চূড়ান্ত শাস্তি হওয়া উচিত।’ 
 
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ওই কিশোরীর ধর্ষণের ঘটনাটি সামনে আসে। পরে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভারত সোনিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত