হোম > অপরাধ > ভারত

প্যারোলে মুক্ত খুন-ধর্ষণে দণ্ডপ্রাপ্ত রাম রহিম সিং

প্যারোলে মুক্তি পেয়েছেন ধর্ষণ ও খুনের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ধর্মীয় নেতা গুরমিত রাম রহিম সিং। কারাগার থেকে বের হয়েই আজ বুধবার তিনি একটি ভার্চুয়াল ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাঁর মুক্তির খবর পেয়েই সাক্ষাৎ করতে হরিয়ানার কারনাল শহরের মেয়রসহ স্থানীয় বিজেপি নেতারা লাইন দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মগুরু এবং ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে ২০১৭ সালে ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত করা হয়। সম্প্রতি তাঁকে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছে। গত সপ্তাহে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। রাম রহিম সিং উত্তর প্রদেশের বাঘপাত এলাকা থেকে ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেন। 

এর আগে চলতি বছরের জুন মাসেই এক মাসের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তারও আগে, এ বছরেরই ফেব্রুয়ারিতে তাঁকে তিন সপ্তাহের প্যারোল দেওয়া হয়। 

এদিকে, রাম রহিম সিংয়ের মুক্তির বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপির বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, রাম রহিম সিংয়ের মুক্তির বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আগামী মাসে হরিয়ানার পঞ্চায়েতের উপনির্বাচন সামনে রেখেই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে রাম রহিম সিংয়ের মুক্তির পর তাঁর সঙ্গে বিজেপি নেতাদের সাক্ষাতেরও কড়া সমালোচনা করেছে বিরোধীরা। 

আগামী মাসের ৩ তারিখে হরিয়ানার আদমপুর আসনের বেশ কয়েকটি পঞ্চায়েতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া হরিয়ানার আরও ৯টি জেলার পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। 

উল্লেখ্য, রাম রহিম সিংকে তাঁর আস্তানা ডেরা সাচা সৌদায় দুই নারীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কর্তৃক পাঁচকোলা বিশেষ আদালত তাঁকে ২০১৭ সালের আগস্টে ৩০ জনের বেশি মৃত্যু এবং তাদের কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেন। এ ছাড়া ২০১৯ সালে রাম রহিম সিং এবং আরও ৩ জনকে ১৬ বছর আগে এক সাংবাদিককে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়। 

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি