হোম > অপরাধ > ভারত

প্যারোলে মুক্ত খুন-ধর্ষণে দণ্ডপ্রাপ্ত রাম রহিম সিং

প্যারোলে মুক্তি পেয়েছেন ধর্ষণ ও খুনের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ধর্মীয় নেতা গুরমিত রাম রহিম সিং। কারাগার থেকে বের হয়েই আজ বুধবার তিনি একটি ভার্চুয়াল ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাঁর মুক্তির খবর পেয়েই সাক্ষাৎ করতে হরিয়ানার কারনাল শহরের মেয়রসহ স্থানীয় বিজেপি নেতারা লাইন দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মগুরু এবং ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে ২০১৭ সালে ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত করা হয়। সম্প্রতি তাঁকে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছে। গত সপ্তাহে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। রাম রহিম সিং উত্তর প্রদেশের বাঘপাত এলাকা থেকে ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেন। 

এর আগে চলতি বছরের জুন মাসেই এক মাসের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তারও আগে, এ বছরেরই ফেব্রুয়ারিতে তাঁকে তিন সপ্তাহের প্যারোল দেওয়া হয়। 

এদিকে, রাম রহিম সিংয়ের মুক্তির বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপির বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, রাম রহিম সিংয়ের মুক্তির বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আগামী মাসে হরিয়ানার পঞ্চায়েতের উপনির্বাচন সামনে রেখেই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে রাম রহিম সিংয়ের মুক্তির পর তাঁর সঙ্গে বিজেপি নেতাদের সাক্ষাতেরও কড়া সমালোচনা করেছে বিরোধীরা। 

আগামী মাসের ৩ তারিখে হরিয়ানার আদমপুর আসনের বেশ কয়েকটি পঞ্চায়েতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া হরিয়ানার আরও ৯টি জেলার পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। 

উল্লেখ্য, রাম রহিম সিংকে তাঁর আস্তানা ডেরা সাচা সৌদায় দুই নারীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কর্তৃক পাঁচকোলা বিশেষ আদালত তাঁকে ২০১৭ সালের আগস্টে ৩০ জনের বেশি মৃত্যু এবং তাদের কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেন। এ ছাড়া ২০১৯ সালে রাম রহিম সিং এবং আরও ৩ জনকে ১৬ বছর আগে এক সাংবাদিককে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়। 

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’