হোম > অপরাধ > ভারত

কেরালায় খ্রিষ্টানদের প্রার্থনাসভায় বিস্ফোরণে নিহত ২, এক খ্রিষ্টানের আত্মসমর্পণ

ভারতের কেরালা রাজ্যে খ্রিষ্টানদের এক প্রার্থনাসভায় বিস্ফোরণে দুই নারী নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। প্রার্থনাসভা শুরুর কয়েক মিনিটের মধ্যে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মধ্যবয়সী এক খ্রিষ্টান আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি কোচি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কালামাসেরির কেন্দ্রে ‘জিহোবার সাক্ষী’ নামে এক খ্রিষ্টান সম্প্রদায়ের সমাবেশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ৪৮ বছর বয়সী এক ব্যক্তি দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন। ডমিনিক মার্টিন নামে ওই ব্যক্তি দাবি করেছেন, তিনি একই সম্প্রদায়ের লোক। 

আজ রোববারের ওই সভায় প্রায় ২ হাজার মানুষ উপস্থিত ছিলেন। কনভেনশন সেন্টারে উপস্থিত লোকজন সংবাদমাধ্যমকে জানান, প্রথম বিস্ফোরণটি একটি জমায়েতের মাঝখানে ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি টিফিন বক্সের মধ্যে বিস্ফোরক রাখা ছিল। 

কালামাসেরির সংসদ সদস্য হিবি ইডেন বলেন, জমায়েতের কেন্দ্রস্থলে প্রথম বিস্ফোরণটি ঘটে। সেখানে সম্ভাব্য যে কোনো পরিস্থিতিতে মানুষদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য একটি গ্রুপ প্রস্তুত ছিল। তাঁরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তবে সেখানে প্রচুর ধোঁয়া থাকার কারণে অনেকে পদদলিত হয়েছে। 

পুলিশ জানিয়েছে, আহত ৪৫ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৮ জনকে আইসিইউতে রাখা হয়েছে। বিস্ফোরণে আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। 

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিস্ফোরণকে ‘দুর্ভাগ্যজনক’ অভিহিত করে বলেছেন, পরিস্থিতিটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। রাজ্যের সমস্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে গেছেন। 

সরকার জানিয়েছে, জাতীয় তদন্ত সংস্থা ঘটনাটি তদন্ত করবে। এই সংস্থা সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড বিষয়ে বিশেষজ্ঞ। সংস্থার ফরেনসিক দল এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে।

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ