হোম > অপরাধ > ভারত

বৌদ্ধ ভিক্ষু সেজে ৮ বছর ভারতে বাংলাদেশি রাজীব দত্ত, বিমানবন্দরে গ্রেপ্তার

অবৈধভাবে বসবাসের অভিযোগের ভারতের গয়া বিমানবন্দরে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বাবু জো বড়ুয়া ওরফে রাজীব দত্ত নামে ওই বাংলাদেশি আট বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাঁরা জানান, ওই ব্যক্তি গয়া জেলার একটি মঠে বৌদ্ধ ভিক্ষু সেজে ছিলেন। 

গত শুক্রবার থাইল্যান্ডে যাওয়ার জন্য একটি ফ্লাইটে উঠতে গেলে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী রাজীব দত্তকে আটক করেন। তদন্তের সময় কর্তৃপক্ষ দেখতে পায়, রাজীব বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই বসবাস করছিলেন। ভুয়া নথিপত্র বানিয়েছিলেন তিনি। অবশ্য এর আগেই তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করেছিল কর্তৃপক্ষ। পরবর্তী পদক্ষেপের জন্য তাঁকে মগধ মেডিকেল পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে। 

গয়ার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) আশীষ ভারতির উদ্ধৃতি দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাংলাদেশি নাগরিক বিহার রাজ্যের গয়া জেলায় আট বছর ধরে পাসপোর্ট বা ভিসা ছাড়া বসবাস করছিলেন। তিনি গয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁর কাছ থেকে উদ্ধারকৃত নথিগুলো ভুয়া। তাঁকে গয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

অভিযান চলাকালে সন্দেহজনক আচরণ দেখে রাজীব দত্তকে জিজ্ঞাসাবাদ করে বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটি গ্রুপ। একপর্যায়ে স্বীকার করেন, আট বছর ধরে তিনি গয়ায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে বসবাস করছিলেন। প্রকৃতপক্ষে তিনি বাংলাদেশি নাগরিক। 

গ্রেপ্তারের সময় কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে বিভিন্ন নামের একাধিক পাসপোর্ট এবং বিভিন্ন ধরনের নথি উদ্ধার করে যার মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড রয়েছে। এ ছাড়া, ১ হাজার ৫৬০ থাই বাথ, ৫ ইউরো, ৪১১ মার্কিন ডলার এবং ৩ হাজার ৮০০ ভারতীয় মুদ্রাসহ বিভিন্ন বিদেশি মুদ্রা তার কাছে পাওয়া গেছে। তদন্তে আরও জানা গেছে, তিনি ভুয়া পরিচয়ে পাসপোর্ট তৈরি করেছেন।

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি