হোম > অপরাধ > ভারত

নারী কুস্তিগিরদের যৌন হয়রানি: বিজেপি নেতার বিরুদ্ধে হাজার পৃষ্ঠার পুলিশ প্রতিবেদন

নারী কুস্তিগিরদের ‘যৌন হয়রানি’ ও ‘উত্ত্যক্তের’ অভিযোগে পুলিশি মামলার মুখে ভারতের কুস্তিগির সংস্থার প্রধান সমন্বয়ক ও বিজেপি নেতা ভূষণ স্মরণ সিং। সাত নারী কুস্তিগিরের লিখিত অভিযোগ ও দিল্লিতে কুস্তিগিরদের অব্যাহত বিক্ষোভের মুখে ১ হাজার পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন দিয়েছে দিল্লি পুলিশ। সেই প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভূষণ স্মরণ সিং বিজেপির দলীয় সংসদ সদস্য। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ‘শ্লীলতাহানির’ মামলাসহ যৌন হয়রানি ও উত্ত্যক্তের মামলা হতে পারে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

এর আগে ২০২১ সালে সাতজন নারী কুস্তিগির ভূষণ স্মরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানি ও অশোভন আচরণের অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগকারীদের সাতজনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। এ অভিযোগের পরই দেশের কুস্তিগিরেরা রাজধানীতে বিক্ষোভ শুরু করেন। শুরুতে সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়া না হলেও দেশে ও বাইরের নানামুখী চাপের মুখে কুস্তিগিরদের অভিযোগ আমলে নেওয়ার কথা জানানো হয়েছে। বিক্ষোভকালে কুস্তিগিরেরা পুলিশের নির্যাতনেরও শিকার হয়েছেন।

সর্বশেষ গত সপ্তাহে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর অলিম্পিকে পদক জয়ী কুস্তিগির বজরং পুনিয়া ও সাক্ষী মালিকের সঙ্গে বৈঠক করেন। সেখানে ১৫ জুনের মধ্যে এসব অভিযোগের তদন্ত শেষ হবে বলে আশ্বাস দেন। পরে সেই আশ্বাসে কুস্তিগিরেরা বিক্ষোভ স্থগিত করেন।

তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূষণ সিংয়ের বিরুদ্ধে ‘যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা’ আইনে কোনো মামলা হবে না। প্রতিবেদনের ৫০০ পাতাজুড়ে অপ্রাপ্তবয়স্ক নারী কুস্তিগিরের অভিযোগ তদন্তের বিবরণ রয়েছে। সেই অভিযোগটি বাতিলের দাবি করা হয়েছে। 

প্রতিবেদনে দিল্লি পুলিশ উল্লেখ করেছে, ‘১৭৩ নম্বর ধারা অনুযায়ী ভুক্তভোগী ও তার বাবার জবানবন্দির ওপর ভিত্তি করে অভিযোগটি বাতিলের জন্য সুপারিশ করা হলো।’ 

তদন্তকালে দিল্লি পুলিশ পাঁচটি দেশের ফেডারেশনের কাছ থেকে স্মরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তথ্য চেয়ে অনুরোধ করেছিল। বিভিন্ন দেশে গিয়ে কুস্তিগিরেরা যেখানে ছিলেন সেখানকার ছবি, ভিডিও এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করেছে তদন্ত দল। বিশেষ এ তদন্ত দল ১৮০ জনের বক্তব্যের ভিত্তিতে স্মরণ সিংয়ের দুটি অভিযোগ (এফআইআর) দায়ের করেছে।

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক