হোম > অপরাধ > ভারত

ভারতে হেনস্তার শিকার জাপানি তরুণী এখন বাংলাদেশে

ভারতের দিল্লিতে হোলি উৎসব চলার সময় হেনস্তার শিকার হওয়া সেই জাপানি তরুণী ভারত ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন। তিনি কোনো অভিযোগ দায়ের না করলেও ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বুধবার হোলি উৎসব চলার সময় একদল পুরুষ ওই জাপানি তরুণীকে শারীরিকভাবে হেনস্তা ও নির্যাতন করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ নেটিজেনরা জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন।

এনডিটিভি জানিয়েছে, পুলিশের হেফাজতে নেওয়া তিনজনের মধ্যে একজন নাবালকও রয়েছে। তারা সবাই মধ্য দিল্লির পাহাড়গঞ্জের বাসিন্দা। হেনস্তার শিকার ওই পর্যটক জাপানি তরুণীও পাহাড়গঞ্জে ছিলেন।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ওই নারী এক টুইটার পোস্টে জানিয়েছেন, তিনি বাংলাদেশে পৌঁছেছেন এবং মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন।’ 

বুধবারের ওই ভিডিওতে দেখা গেছে, কয়েকজন পুরুষ তাঁকে আঁকড়ে ধরে ‘হোলি হ্যায়’ স্লোগান দিতে দিতে তাঁর গায়ে রং মেখে দিচ্ছে। একটি ছেলেকে তাঁর মাথায় ডিম ভেঙে ঢেলে দিতেও দেখা গেছে। তরুণীটি ‘বাই, বাই’ বলে তাদের হাত থেকে পালানোর চেষ্টা করলে তাঁকে চারপাশ থেকে ঠেলে আবার ভিড়ের মধ্যে নেওয়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, একজন জোর করে ধরে রাখার চেষ্টা করলে তাঁকে কষে চড় মারেন ওই তরুণী। দীর্ঘ ধস্তাধস্তির পর অবশেষে যখন মুক্তি মেলে, তখন তরুণীটি কাকভেজা। তাঁকে প্রায় চেনাই যাচ্ছিল না।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেছেন, স্থানীয় গোয়েন্দাদের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে দিল্লির জাপান দূতাবাসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির