হোম > অপরাধ > ভারত

ভারতে হেনস্তার শিকার জাপানি তরুণী এখন বাংলাদেশে

ভারতের দিল্লিতে হোলি উৎসব চলার সময় হেনস্তার শিকার হওয়া সেই জাপানি তরুণী ভারত ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন। তিনি কোনো অভিযোগ দায়ের না করলেও ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বুধবার হোলি উৎসব চলার সময় একদল পুরুষ ওই জাপানি তরুণীকে শারীরিকভাবে হেনস্তা ও নির্যাতন করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ নেটিজেনরা জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন।

এনডিটিভি জানিয়েছে, পুলিশের হেফাজতে নেওয়া তিনজনের মধ্যে একজন নাবালকও রয়েছে। তারা সবাই মধ্য দিল্লির পাহাড়গঞ্জের বাসিন্দা। হেনস্তার শিকার ওই পর্যটক জাপানি তরুণীও পাহাড়গঞ্জে ছিলেন।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ওই নারী এক টুইটার পোস্টে জানিয়েছেন, তিনি বাংলাদেশে পৌঁছেছেন এবং মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন।’ 

বুধবারের ওই ভিডিওতে দেখা গেছে, কয়েকজন পুরুষ তাঁকে আঁকড়ে ধরে ‘হোলি হ্যায়’ স্লোগান দিতে দিতে তাঁর গায়ে রং মেখে দিচ্ছে। একটি ছেলেকে তাঁর মাথায় ডিম ভেঙে ঢেলে দিতেও দেখা গেছে। তরুণীটি ‘বাই, বাই’ বলে তাদের হাত থেকে পালানোর চেষ্টা করলে তাঁকে চারপাশ থেকে ঠেলে আবার ভিড়ের মধ্যে নেওয়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, একজন জোর করে ধরে রাখার চেষ্টা করলে তাঁকে কষে চড় মারেন ওই তরুণী। দীর্ঘ ধস্তাধস্তির পর অবশেষে যখন মুক্তি মেলে, তখন তরুণীটি কাকভেজা। তাঁকে প্রায় চেনাই যাচ্ছিল না।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেছেন, স্থানীয় গোয়েন্দাদের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে দিল্লির জাপান দূতাবাসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক