হোম > অপরাধ > ভারত

উড়োজাহাজে বিমানবালাকে চুমু দেওয়ার চেষ্টা, মুম্বাইয়ে বাংলাদেশি গ্রেপ্তার

মাস্কাট–ঢাকা ফ্লাইটে এক বিমানবালাকে যৌন হয়রানির করার অভিযোগে ভারতের মুম্বাইয়ে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ দুলাল। গত বৃহস্পতিবার ভোরে ভিস্তারা এয়ারের ফ্লাইটটি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছু আগে অপরাধটি করেন তিনি। 

কর্মকর্তারা জানিয়েছেন, একটি ভিস্তারা ফ্লাইটে মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন ওই বাংলাদেশি। বিমানটি মুম্বাইতে অবতরণের আধা ঘণ্টা আগে দুলাল তাঁর আসন থেকে উঠে গিয়ে একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন। অন্য কেবিন ক্রু এবং যাত্রীরা এগিয়ে এলে তিনি সবাইকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। 

অভিযুক্ত ব্যক্তি ফ্লাইট ক্যাপ্টেনের কথাও শোনেননি। ক্যাপ্টেন যখন সতর্কীকরণ কার্ড পড়ে শোনাচ্ছিলেন তখন তিনি কর্ণপাত করছিলেন না। ক্যাপ্টেন তাঁকে উশৃঙ্খল যাত্রী হিসেবে ঘোষণা করেন।

মুম্বাই বিমানবন্দরে অবতরণের পর অভিযুক্তকে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তাঁকে পরে সাহার থানায় নিয়ে যাওয়া হয়। 

ফ্লাইট অ্যাটেনডেন্টের দেওয়া অভিযোগের ভিত্তিতে, ওই বাংলাদেশির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক ধারাগুলোর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে। এরপর আদালতে হাজির করলে বিচারক তাঁকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার আদেশ দেন। 

ভিস্তারা এয়ারলাইনসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, গত ৬ সেপ্টেম্বর মাস্কাট থেকে মুম্বাইগামী ভিস্তারা ফ্লাইট ইউএকে–২৩৪–এ একটি অপ্রীতিকর ঘটনা রিপোর্ট করা হয়েছে। চরম অসদাচরণের পরিপ্রেক্ষিতে ক্যাপ্টেন একটি সতর্কীকরণ চিঠি জারি করেছিলেন এবং যাত্রীকে সংযত হতে বলেছিলেন। আমাদের প্রক্রিয়া অনুসারে স্থলের নিরাপত্তা সংস্থাগুলোকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি