হোম > অপরাধ > ভারত

ডাকাতি করতে গিয়ে গৃহকর্ত্রীর সঙ্গে খোশগল্প, একজন ঘুমিয়েও পড়লেন

ভারতের হুগলি জেলায় ডাকাতি করতে গিয়ে ব্যতিক্রম এক কাণ্ড ঘটাল ডাকাতেরা। শুক্রবার ভোর রাতে ডাকাতির উদ্দেশ্যে একটি বাড়িতে প্রবেশ করে তাঁরা গৃহকর্ত্রীকে কোনো মারধর না করে বরং খোশগল্প করে মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। 

এ বিষয়ে শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ জানিয়েছে, হুগলি জেলার নলডাঙ্গা এলাকার ওই বাড়িটিতে একাই থাকতেন ৬৮ বছর বয়সী গৃহকর্ত্রী রেনু পাল। তাঁর স্বামী মারা গেছেন। দুই মেয়ের মধ্যে একজন থাকেন হুগলি জেলারই ওলাইচণ্ডীতলায়, অন্যজন মুম্বাইয়ে। 

সম্প্রতি মুম্বাইয়ে অবস্থিত ছোট মেয়ের বাড়িতে দুই মাস থেকে গত সোমবার বাড়ি ফিরেছিলেন রেনু। শুক্রবার ভোর রাতে ঘুম থেকে উঠে তিনি বাথরুমে গিয়েছিলেন। কিন্তু বেরিয়ে দেখেন, ঘরে বসে আছে চার যুবক। তাদের সবার মাথায় বেল্টের মধ্যে টর্চ লাগানো। 

রেনুকে দেখেই ডাকাতেরা তাঁকে নির্দেশ দেয় যেন তিনি কোনো চিৎকার না করেন। পরে তাঁর হাত-পা বেঁধে শরীর থেকে সোনার সব গয়না খুলে নেয় ডাকাতেরা। চাবি নিয়ে আলমারি খুলে পেনশনের ৩৫ হাজার টাকাও নিয়ে নেয় তারা। এরপর ঘরের মূল্যবান জিনিসপত্র খুঁজতে গিয়ে পুরো বাড়ি ওলট-পালট করে। প্রায় ৪৫ মিনিট ধরে ডাকাতিটি সংঘটিত হয়। 

রেনু জানান, ডাকাতদের সবার বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে। সবাই নেশাগ্রস্ত ছিল। ডাকাতি করার ফাঁকে ফাঁকে রেনুকে পারিবারিক নানা বিষয়ে প্রশ্ন করছিল তারা। স্বামী কি করতেন, কবে মারা গেছেন, মেয়েরা কোথায় থাকে, কী করে—মূলত এসবই ছিল প্রশ্ন। 

রেনু বলেন, ‘একজন তো ঘুমিয়েও পড়েছিল।’ 

ঘনবসতিপূর্ণ একটি এলাকায় এমন ডাকাতির ঘটনায় স্থানীয়রা অবাক। অভিযোগ পেয়ে ইতিমধ্যে এই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ