ভারতের বেঙ্গালুরুতে চাকরি ছেড়ে দিয়ে নতুন প্রতিষ্ঠান চালু করায় অফিসে ঢুকে এমডি ও সিইওকে কুপিয়ে খুন করেছেন সাবেক সহকর্মী ও তাঁর সহযোগীরা। গতকাল বুধবার রাজ্যের আমরুতাহাল্লিতে নৃশংস এ ঘটনা ঘটে। ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বেঙ্গালুরের উত্তর-পূর্বাঞ্চল পুলিশের ডেপুটি কমিশনার লক্ষ্মী প্রসাদ জানান, এয়ারোনিক্স ইন্টারনেট কোম্পানির এমডি ফণীন্দ্র সুব্রক্ষ্মণ্য ও সিইও ভিনু কুমারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। আর এই হত্যার অভিযোগ উঠেছে তাঁদের সাবেক সহকর্মী ও টিকটক স্টার জোকার ফেলিক্সের বিরুদ্ধে। তাঁর সঙ্গে থাকা অন্য দুই সন্দেহভাজনকে এখনো শনাক্ত করা যায়নি।
সূত্র জানায়, ফণীন্দ্র ও ভিনু কুমার ইন্টারনেট সেবার একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। সেখানে ফেলিক্স তাদের সিনিয়র সহকর্মী ছিলেন। এরপর চাকরিতে ইস্তফা দিয়ে তাঁরা ২০২২ সালের নভেম্বরে এয়ারোনিক্স কোম্পানি প্রতিষ্ঠা করেন।
চাকরি ছেড়ে একই রকম প্রতিষ্ঠান চালু করায় ক্ষুব্ধ হন ফেলিক্স। ফেলিক্সের কোম্পানি ফণীন্দ্র ও ভিনু কুমারের কাছে গ্রাহক হারাচ্ছিল এবং লোকসানে পড়ছিল। এ কারণে তিনি সাবেক দুই সহকর্মীকে খুন করেন।