হোম > অপরাধ > ভারত

আমি চোর ধরি, স্যারেরা টাকা নিয়ে ছেড়ে দেয়: বিক্ষুব্ধ হোম গার্ড সদস্য 

ভারতের পাঞ্জাবের জলন্ধরে দুর্নীতি এবং থানায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার অভিযোগে রাস্তার মাঝখানে শুয়ে প্রতিবাদ করেছেন এক হোম গার্ড সদস্য। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার এই প্রতিবাদের সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে হোম গার্ডকে বলতে শোনা গেছে, ‘আমি চোর ধরি আর থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘুষ নিয়ে তাদের ছেড়ে দেয়।’

ভিডিওতে এক সহকর্মী পুলিশ রাস্তা ছেড়ে দেওয়ার জন্য হোম গার্ডকে লাথি দিতেও দেখা গেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। জলন্ধরের ভোগপুর এলাকায় পাঠানকোট হাইওয়েতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, হোম গার্ডের কর্মীরা একজনকে আটক করে ভোগপুর থানায় নেয়। গতকাল ওই কর্মী থানায় গিয়ে আটক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে থানার সহকর্মীরা তাঁকে এলোমেলো উত্তর দেন। এতে ক্ষুব্ধ হয়ে হাইওয়েতে গিয়ে বিক্ষোভ করেন ওই হোম গার্ডের কর্মী।

ভোগপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখজিৎ সিং বলেন, ‘ ঝগড়ার ঘটনায় হোম গার্ডের কর্মীরাএক যুবককে থানায় নিয়ে এসেছিলেন। ওই ব্যক্তি জামিনের আবেদন করেছিলেন, যা মঞ্জুর করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।’

মিস্টার সিং আরও দাবি করেছেন, হোম গার্ড জওয়ানকে লাথি মারা হয়নি।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা