হোম > অপরাধ > ভারত

আমি চোর ধরি, স্যারেরা টাকা নিয়ে ছেড়ে দেয়: বিক্ষুব্ধ হোম গার্ড সদস্য 

ভারতের পাঞ্জাবের জলন্ধরে দুর্নীতি এবং থানায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার অভিযোগে রাস্তার মাঝখানে শুয়ে প্রতিবাদ করেছেন এক হোম গার্ড সদস্য। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার এই প্রতিবাদের সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে হোম গার্ডকে বলতে শোনা গেছে, ‘আমি চোর ধরি আর থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘুষ নিয়ে তাদের ছেড়ে দেয়।’

ভিডিওতে এক সহকর্মী পুলিশ রাস্তা ছেড়ে দেওয়ার জন্য হোম গার্ডকে লাথি দিতেও দেখা গেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। জলন্ধরের ভোগপুর এলাকায় পাঠানকোট হাইওয়েতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, হোম গার্ডের কর্মীরা একজনকে আটক করে ভোগপুর থানায় নেয়। গতকাল ওই কর্মী থানায় গিয়ে আটক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে থানার সহকর্মীরা তাঁকে এলোমেলো উত্তর দেন। এতে ক্ষুব্ধ হয়ে হাইওয়েতে গিয়ে বিক্ষোভ করেন ওই হোম গার্ডের কর্মী।

ভোগপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখজিৎ সিং বলেন, ‘ ঝগড়ার ঘটনায় হোম গার্ডের কর্মীরাএক যুবককে থানায় নিয়ে এসেছিলেন। ওই ব্যক্তি জামিনের আবেদন করেছিলেন, যা মঞ্জুর করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।’

মিস্টার সিং আরও দাবি করেছেন, হোম গার্ড জওয়ানকে লাথি মারা হয়নি।

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি