হোম > অপরাধ > ভারত

আমি চোর ধরি, স্যারেরা টাকা নিয়ে ছেড়ে দেয়: বিক্ষুব্ধ হোম গার্ড সদস্য 

ভারতের পাঞ্জাবের জলন্ধরে দুর্নীতি এবং থানায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার অভিযোগে রাস্তার মাঝখানে শুয়ে প্রতিবাদ করেছেন এক হোম গার্ড সদস্য। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার এই প্রতিবাদের সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে হোম গার্ডকে বলতে শোনা গেছে, ‘আমি চোর ধরি আর থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘুষ নিয়ে তাদের ছেড়ে দেয়।’

ভিডিওতে এক সহকর্মী পুলিশ রাস্তা ছেড়ে দেওয়ার জন্য হোম গার্ডকে লাথি দিতেও দেখা গেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। জলন্ধরের ভোগপুর এলাকায় পাঠানকোট হাইওয়েতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, হোম গার্ডের কর্মীরা একজনকে আটক করে ভোগপুর থানায় নেয়। গতকাল ওই কর্মী থানায় গিয়ে আটক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে থানার সহকর্মীরা তাঁকে এলোমেলো উত্তর দেন। এতে ক্ষুব্ধ হয়ে হাইওয়েতে গিয়ে বিক্ষোভ করেন ওই হোম গার্ডের কর্মী।

ভোগপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখজিৎ সিং বলেন, ‘ ঝগড়ার ঘটনায় হোম গার্ডের কর্মীরাএক যুবককে থানায় নিয়ে এসেছিলেন। ওই ব্যক্তি জামিনের আবেদন করেছিলেন, যা মঞ্জুর করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।’

মিস্টার সিং আরও দাবি করেছেন, হোম গার্ড জওয়ানকে লাথি মারা হয়নি।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু