গরুর সামনে প্রস্রাব করায় ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার মধ্যপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
একজন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, মধ্যপ্রদেশের মানাক চক থানার পুলিশ অভিযুক্ত বীরেন্দ্র রাঠোরকে গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে।
মানিক চক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শচীন দাবার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাইফুদ্দি পাতলিওয়ালা নামের এক ব্যক্তিকে গরুর সামনে প্রস্রাব করায় পেটানো হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ ভুক্তভোগীকে খুঁজে বের করার চেষ্টা করে। পরে ভুক্তভোগী থানায় মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে একাধিকবার চড় মারছেন। যদিও ভুক্তভোগী বারবার ক্ষমা চাইছিলেন।