হোম > অপরাধ > ভারত

হবু স্বামীকে নিজেই গ্রেপ্তার করলেন পুলিশ কর্মকর্তা

বিয়ের কথা পাকা। এর মধ্যে জানতে পারেন হবু স্বামী আসলে একজন প্রতারক। পুলিশ হিসেবে নিজের দায়িত্ববোধ এড়াতে পারেননি। নিজেই হবু স্বামীর হাতে হাতকড়া পরালেন তরুণী। 

ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের নাগাঁও এলাকায়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রানা পগাগ নামে ওই তরুণ নিজেকে আসামের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) কর্মকর্তা বলে দাবি করতেন। সেখানে চাকরি দেওয়ার নাম করে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন পগাগ। 

পগাগের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নাগাঁওয়ে পুলিশের উপপরিদর্শক জুনমনি রাভার। বিয়ের আগে জুনমনিকে বলেছিলেন, তিনি ওএনজিসিতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত। গত বছরের অক্টোবরে তাঁদের আংটি বদল হয়। আগামী নভেম্বরে ছাদনাতলায় বসার কথা ছিল। 

এর মধ্যে জুনমনি জানতে পারেন তাঁর হবু স্বামী আসলে এক ভয়ংকর প্রতারক। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আর দেরি করেননি জুনমনি। নিজেই এফআইআর করেছেন। এরপর পগাগকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে গেছেন। 

জুনমনি সংবাদমাধ্যমকে বলেন, ‘ওই তিন ব্যক্তির প্রতি আমি কৃতজ্ঞ যাঁরা আমার কাছে রানা পগাগের কুকীর্তির তথ্য নিয়ে এসেছিলেন। তাঁরা আমার চোখ খুলে দিয়েছেন।’ 

জুনমনি এর আগে গত জানুয়ারিতে সংবাদের শিরোনাম হয়েছিলেন। ওই সময় বিহপুরিয়ার এমএলএ আমিয়া কুমার ভূইয়ার বিজেপি সমর্থকদের আইন লঙ্ঘনে ছাড় দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের