হোম > অপরাধ > ভারত

হবু স্বামীকে নিজেই গ্রেপ্তার করলেন পুলিশ কর্মকর্তা

বিয়ের কথা পাকা। এর মধ্যে জানতে পারেন হবু স্বামী আসলে একজন প্রতারক। পুলিশ হিসেবে নিজের দায়িত্ববোধ এড়াতে পারেননি। নিজেই হবু স্বামীর হাতে হাতকড়া পরালেন তরুণী। 

ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের নাগাঁও এলাকায়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রানা পগাগ নামে ওই তরুণ নিজেকে আসামের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) কর্মকর্তা বলে দাবি করতেন। সেখানে চাকরি দেওয়ার নাম করে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন পগাগ। 

পগাগের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নাগাঁওয়ে পুলিশের উপপরিদর্শক জুনমনি রাভার। বিয়ের আগে জুনমনিকে বলেছিলেন, তিনি ওএনজিসিতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত। গত বছরের অক্টোবরে তাঁদের আংটি বদল হয়। আগামী নভেম্বরে ছাদনাতলায় বসার কথা ছিল। 

এর মধ্যে জুনমনি জানতে পারেন তাঁর হবু স্বামী আসলে এক ভয়ংকর প্রতারক। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আর দেরি করেননি জুনমনি। নিজেই এফআইআর করেছেন। এরপর পগাগকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে গেছেন। 

জুনমনি সংবাদমাধ্যমকে বলেন, ‘ওই তিন ব্যক্তির প্রতি আমি কৃতজ্ঞ যাঁরা আমার কাছে রানা পগাগের কুকীর্তির তথ্য নিয়ে এসেছিলেন। তাঁরা আমার চোখ খুলে দিয়েছেন।’ 

জুনমনি এর আগে গত জানুয়ারিতে সংবাদের শিরোনাম হয়েছিলেন। ওই সময় বিহপুরিয়ার এমএলএ আমিয়া কুমার ভূইয়ার বিজেপি সমর্থকদের আইন লঙ্ঘনে ছাড় দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার