হোম > অপরাধ > ভারত

‘পবিত্র গাছ’ কাটায় ঝাড়খন্ডে পিটিয়ে হত্যা 

‘পবিত্র গাছ’ কেটে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে এক ব‍্যক্তিকে গণপিটুনি দিয়ে আগুনে পুড়িয়ে হত‍্যা করল উত্তেজিত জনতা। গতকাল মঙ্গলবার দুপুরে ভারতের ঝাড়খন্ডের সিমডেগার কোলেবিরা থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

নিহতের নাম সঞ্জু প্রধান। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে প্রায় ১৫০ জন লোক সঞ্জু প্রধানের বাড়িতে চড়াও হয়। প্রথমে তাঁকে লাঠি ও ইট দিয়ে বেধড়ক মারা হয়। এরপর আগুন জ্বেলে পুড়িয়ে দেওয়া হয়। 

সিমডেগা পুলিশ জানিয়েছে, একটি নির্দিষ্ট গাছের কিছু অংশ কেটে বিক্রি করার জন্য সঞ্জু প্রধানকে পিটিয়ে-পুড়িয়ে হত‍্যা করেছে মুণ্ডা সম্প্রদায়ের লোকজন। তাঁদের কাছে এই গাছের ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং এই গাছ সম্পর্কে অত্যন্ত আবেগপ্রবণ তাঁরা। ২০২১ সালের অক্টোবর মাসে গাছটি কেটেছিলেন নিহত ব‍্যক্তি, যা তাঁদের অনুভূতিতে আঘাত করে। 

সিমডেগার পুলিশ সুপার ড. শামস তাবরেজ বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মারধরের কারণে, নাকি আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এফআইআর দায়ের করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। 

উল্লেখ্য, গণপিটুনি বন্ধ করতে ঝাড়খন্ড বিধানসভা গত বছরের ডিসেম্বরে প্রিভেনশন অব মব ভায়োলেন্স অ‍্যান্ড লিঞ্চিং বিল, ২০২১ পাস করেছিল। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে