হোম > অপরাধ > ভারত

‘পবিত্র গাছ’ কাটায় ঝাড়খন্ডে পিটিয়ে হত্যা 

‘পবিত্র গাছ’ কেটে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে এক ব‍্যক্তিকে গণপিটুনি দিয়ে আগুনে পুড়িয়ে হত‍্যা করল উত্তেজিত জনতা। গতকাল মঙ্গলবার দুপুরে ভারতের ঝাড়খন্ডের সিমডেগার কোলেবিরা থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

নিহতের নাম সঞ্জু প্রধান। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে প্রায় ১৫০ জন লোক সঞ্জু প্রধানের বাড়িতে চড়াও হয়। প্রথমে তাঁকে লাঠি ও ইট দিয়ে বেধড়ক মারা হয়। এরপর আগুন জ্বেলে পুড়িয়ে দেওয়া হয়। 

সিমডেগা পুলিশ জানিয়েছে, একটি নির্দিষ্ট গাছের কিছু অংশ কেটে বিক্রি করার জন্য সঞ্জু প্রধানকে পিটিয়ে-পুড়িয়ে হত‍্যা করেছে মুণ্ডা সম্প্রদায়ের লোকজন। তাঁদের কাছে এই গাছের ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং এই গাছ সম্পর্কে অত্যন্ত আবেগপ্রবণ তাঁরা। ২০২১ সালের অক্টোবর মাসে গাছটি কেটেছিলেন নিহত ব‍্যক্তি, যা তাঁদের অনুভূতিতে আঘাত করে। 

সিমডেগার পুলিশ সুপার ড. শামস তাবরেজ বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মারধরের কারণে, নাকি আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এফআইআর দায়ের করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। 

উল্লেখ্য, গণপিটুনি বন্ধ করতে ঝাড়খন্ড বিধানসভা গত বছরের ডিসেম্বরে প্রিভেনশন অব মব ভায়োলেন্স অ‍্যান্ড লিঞ্চিং বিল, ২০২১ পাস করেছিল। 

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার