ভারতের কর্ণাটকে প্রকাশ্যে এক আইনজীবীকে চড়-লাথি মারার ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মহান্তেশ নামের এক ব্যক্তি এক নারীকে চড়-লাথি মারছেন। কিন্তু কেউই ভুক্তভোগীকে সাহায্য করতে আসেননি। তবে এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের শিকার ওই নারীর নাম সংগীতা। তিনি পেশায় আইনজীবী। মহান্তেশ ওই আইনজীবীর প্রতিবেশী।
ভিডিওতে আরও দেখা যায়, মহান্তেশ সংগীতাকে খুব জোরে এলোপাতাড়ি চড় ও লাথি মারছেন। সংগীতা একটি প্লাস্টিকের চেয়ার দিয়ে নিজেকে রক্ষা করতে গেলে সেটি সরিয়ে আবারও তাঁকে চড়-লাথি মারছেন মহান্তেশ। এ সময় মহান্তেশকে সংগীতার পেটেও জোরে লাথি মারতে দেখা যায়।
পুলিশ বলছে, একটি মামলার জেরে ওই আইনজীবীর সঙ্গে মহান্তেশের ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়। এর আগেও তাঁরা একাধিকবার মারামারি করেছেন। মহান্তেশের দাবি, ওই আইনজীবী তাঁকে নির্যাতন ও হয়রানি করেছেন। এ জন্যই তিনি ওই আইনজীবীর ওপর হামলা করেছেন।